গোদাগাড়ীচাপাই নবাবগঞ্জমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় চলছে অন্ধকার রাজ্য- অনুসন্ধানে রাঘব বোয়ালদের নাম- পর্ব ১

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গম চরাঞ্চল মানিকচর ও চাঁপাইনবাবগঞ্জের সিমান্তবর্তী ভয়ংকর চর কোদাল কাটি চরে গড়ে উঠেছে দেশের ভয়ঙ্কর মাদক সাম্রাজ্য।

মাত্র দুইটি চরকে ঘিরে শত কোটি টাকার হিরোইন ব্যবসা নিয়ন্ত্রণ করছে অন্তত ৬ জন গ্যাংস্টার মাদক সম্রাট, যারা পুরো এলাকার অন্ধকার জগতের নিয়ম ও আইন নিজের হাতে নিয়ন্ত্রণ করছেন।

এই সম্রাটদের রাজত্বের কাঠামো অবিশ্বাস্য। সাধারণ চোরাকারবারি থেকে শুরু করে মধ্যপর্যায়ের দোসররা এবং শীর্ষ পর্যায়ে বসবাসরত ৬ জন মাদক সম্রাট ও প্রতিটি স্তর সম্পূর্ণ ভাবে তাদের নিয়ন্ত্রণে দীর্ঘ দিন।

গভীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রশাসনের ক্লিন ইমেজের কর্মকর্তাদের ফাঁকি দিয়ে, এক ফোন কলেই চরজুড়ে অন্ধকারে সংবাদ পৌঁছে যায়। ফলে কোটি কোটি টাকার হিরোইনের লেনদেন নির্বিঘ্নে চলতে থাকে তাদের ইশারায়। কোদাল কাটি চরের শীর্ষ হিরোইন সম্রাট রুহুল।যিনি শূন্য থেকে শুরু করে কয়েক বছরে তিনি বনে যান শত কোটি টাকার মালিক। সীমান্ত পথে বস্তা বস্তা হিরোইন ভারত থেকে এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা তার মূল ব্যবসা।

এখন স্থানীয় ভাবে তাকে ডাকা হয় কোটিপতি রুহুল বাবু বলে।অনুসন্ধানে উঠে আসে তার বাড়িতে বৃদ্ধ মাকে দরিদ্রের ছড় গায়ে দিয়ে রাখার পেছনে লুকানো আছে শত কোটি টাকার সম্পদ। গোদাগাড়ী অঞ্চলে অর্ধশতাধিক বিঘা জমি, নামে বেনামে ব্যাংক ব্যালেন্স সহ গোদাগাড়ীতে অর্ধ কোটি টাকার বাড়ি ও রাজশাহী শহরে মত অভিজাত এলাকায় কয়েক কোটি টাকার অট্টালিকা বাড়ি তার সম্পদের কিছু অংশ মাত্র। রুহুলের অদৃশ্য ধোয়াশে রাজ্য সংবাদ চলমান পরবর্তী পর্বে তুলে আনবে।

হিরোইন পাচারে আরেক ফাদার উপাধী পাওয়া চরের শেষ প্রান্তে সেন্টু মেম্বার টিনসেটের ছোট বাড়ি থেকে নিয়ন্ত্রণ করেন পুরো হিরোইন চক্র। ভারতের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করলেও নদীপথে তিনি নির্বিঘ্নে চরাঞ্চলে ঘুরে বেড়ান। মাঝে মধ্যে সরে থাকলেও তিনি কোটি টাকার বানিজ্য ঝুকিতে রাখিতে না রাজ পলাতক থাকা অবস্থায়ও তার ছেলে সহ অন্যরা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে হিরোইন নিয়ন্ত্রণ করছেন।

গোপন ক্যামেরায় তার ছেলের আংশিক শিকার উক্তি উঠে আসে। যা আগামী পর্বে প্রকাশ করা হবে। বাবার অবর্তমানে পুরো চক্র সামাল দেন সেন্টুর ছেলে।
সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এর এক অংশ ও অভিযোগ গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জকে হস্তান্তর করেন গণমাধ্যম কর্মীরা।

সুত্র বলছে ২০২৪ সালের ৫ আগস্টের পরে মাদক সম্রাটদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তাদের মাদক পাচার এখনও জোর গতিতে অব্যাহত। প্রশাসনের কার্যক্রম পুর্ণতা ফেরেনি বলে মন্তব্য করা রছেন চর অঞ্চলের নিরহ মানুষ।

মাদক ফাদারদের শত কোটি টাকার এই সাম্রাজ্য এখন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাড়িয়েছে। সেই সাথে প্রশ্ন উঠেছে এই অন্ধকার জগতের পেছনে কারা শক্ত খুটি হয়ে দাঁড়িয়ে আছে। শক্ত খুটির অনেকেই এরই মাঝে সংবাদ প্রকাশ না করতে নানা দেন দরবার শুরু করেছেন। এই দেন দরবারে গোদাগাড়ীর কিছু সাংবাদিকের নাম ও রয়েছে।

রাজশাহীর চরাঞ্চল এখন কেবল মাদক নয় বরং এক ভয়ঙ্কর গ্যাংস্টার সাম্রাজ্যেরদ কেন্দ্র হিসেবে পরিচিত যেখানে চক্রের ইশারায় আইন প্রশ্ন বিদ্ধ হচ্ছে– চলবে >

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button