সংবাদ সারাদেশসারাদেশ

সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর দুই সদস্য নিহত হয়েছে। আজ রোববার সকালে জেলার রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী রেমাক্রি ইউনিয়নের দুর্গম বাকলাই এলাকায় তাঁদের লাশ পড়ে ছিল।

রোববার দুপুরে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্যর মৃত্যু হয়েছে। এ সময় ৩টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ গোলাবারুদ এবং সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পুলিশ জানায়, রোববার সকালে রুমা ও থানচির বাকলাই এলাকায় দুই জনের লাশ দেখতে পায় স্থানীয়রা। তাঁদের পরনে কেএনএফের পোশাক রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য রওনা দিয়েছে। তবে এখনো তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দুর্গম হওয়ায় হেঁটে যেতে হচ্ছে।

উল্লেখ্য, ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফের ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবর থেকে কেএনএফ ও যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জন সেনা সদস্য সহ কেএনএফের সদস্য রয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক এবং অপহরণের শিকার হয়েছে প্রায় ৩০ জনের মত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button