সংবাদ সারাদেশ
বাড়ানো হচ্ছে অতিদরিদ্র শ্রমিকদের দিন মজুরি
স্টাফ রিপোর্টারঃ
দেশে গ্রামীণ অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য চলমান ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে একজন শ্রমিকের দৈনিক মজুরি ২০০ টাকা হতে বাড়িয়ে ন্যূনতম ৫০০ টাকা করা হচ্ছে।
এ ব্যাপারে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
গতকাল বুধবার একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।




