কুমিল্লাসংবাদ সারাদেশ
সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ২৪ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি
শামীম কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
গতকাল সোমবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে ছিলো। এ সময় ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। ফলে বাসটিতে আগুন ধরে যায়। এতে ২৪ জন ওমরাহ যাত্রী নিহত হয়। আহত হয় ২৯ জন। জানা গেছে, নিহত ২৪ জনের মধ্যে ৮ জন ছিলেন বাংলাদেশি।
বাংলাদেশি নিহতরা হলেন, শহিদুল ইসলাম পিতা, মোঃ শরিয়ত উল্লাহ, সেনবাগ, নোয়াখালী। মামুন মিয়া পিতা, আব্দুল আওয়াল, মুরাদনগর, কুমিল্লা। মোহাম্মদ হেলাল, নোয়াখালী। সবুজ হোসাইন, লক্ষ্মীপুর। রাসেল মোল্লা, মুরাদনগর কুমিল্লা। মোঃ আসিফ, মহেশখালী কক্সবাজার। মোঃ ইমাম হোসাইন রনি পিতা, আব্দুল লতিফ, টঙ্গী, গাজীপুর। এবং রুক মিয়া পিতা, কালু মিয়া, চাঁদপুর।





