কুমিল্লাসংবাদ সারাদেশসারাদেশ

কুমিল্লায় মা ও শিশুকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশু পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, নিপা আক্তার ও তার ৮বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপার স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। গতকাল মঙ্গলবার রাত আড়াই টায় উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে মঈনুল হাসান শুভ ও আবদুল্লাহ আল শাহেদ নামের দুই জনকে আটক করেছে পুলিশ। তাদের বাবার নাম মীর হোসেন।

নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার জামাই আনোয়ার হোসেনের ভাতিজা মঈনুল হাসান শুভ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টায় নিপা তার ছেলেকে নিয়ে পাশেই মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়ি দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এই সুযোগে হত্যাকারী ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে বাড়ি ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াই টায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়।

সে সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে শিশু মুজাহিদ ও তার মা নিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কা জনক অবস্থায় শিশু মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। অপর সন্দেহ ভাজনদের পুলিশ আটকের চেষ্টা করছে বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button