নড়াইলের বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক স্কুল ছাত্র মিরাজ মুন্সী মারা গেছে। এ সময় বজ্রপাতে একটি গরুরও মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত-মিরাজ মুন্সী উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন শেখ বলেন, বিকেলে মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিলো। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি গরুও মারা গেছে বলেও আরো জানান তিনি।
এই বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ঘটনার পর স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





