চারঘাটবাঘারাজশাহী সংবাদ

চারঘাটে মামুন-বাঘায় লাভলু চেয়ারম্যান নির্বাচিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর বাঘায় লায়েব উদ্দিন লাভলু (আওয়ামী লীগ) ও চারঘাটে কাজী মাহমুদুল হাসান মামুন (মোটরসাইকেল প্রতীক) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে বুধবার (৫ জুন) রাতে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম এবং চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সহকারী রিটার্নিং অফিসার মির্জা ইমাম উদ্দিন বেসরকারি ভাবে এই ফল ঘোষণা করেন।

জানা গেছে, বাঘায় লায়েব উদ্দিন লাভলু (আওয়ামী লীগ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৩২ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকনুজ্জামান রেন্টু (আওয়ামী লীগ) পেয়েছেন আনারস প্রতীক নিয়ে ৩২ হাজার ২৯৯ ভোট। হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র ১০৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন লাভলু।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন এই দুজন। এখানে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৬৯টি এবং মোট ভোটকক্ষ ছিল ৪৩০টি। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৬৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৭ জন এবং নারী ভোটার ৮২ হাজার ৬৫৬ জন।


এ ছাড়া রাজশাহীর চারঘাট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদুল হাসান মামুন (মোটরসাইকেল প্রতীক)। তিনি পেয়েছেন ৩২ হাজার ২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকরুল ইসলাম (আওয়ামী লীগ) আনারস প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪১ ভোট। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ২৪০ ভোটের ব্যবধানে এখানে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কাজী মাহমুদুল হাসান (আওয়ামী লীগ)।

রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ২ জন। চারঘাট উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৬৩টি, ভোটকক্ষ ছিল ৫০৭টি। আর এই উপজেলার মোট ভোটার সংখ্যা এক লাখ ৮০ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৫৮৩ জন ও নারী ভোটার ৮৯ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন এক জন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button