সংবাদ সারাদেশসারাদেশ
সিরাজগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের পাশে অভিযান চালিয়ে ১১ হাজার ১২৫ টি ইয়াবা সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১২ সদস্যরা। আটককৃত আব্দুল্লাহ হেল বাপ্পি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পার কেজিপুর গ্রাম।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গতকাল শুক্রবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন এর নির্দেশে একটি টিম ঝাঐলে অবস্থান নেয়। তখন ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১১ হাজার ১২৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী বাপ্পিকে আটক করে।
আজ শনিবার সকালে আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন।



