ঢাকাসংবাদ সারাদেশ

মোবাইল নিয়ে ব্যস্ত মা, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের

ঢাকা প্রতিনিধিঃ

মোবাইল ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলেন মা, এদিকে পাশের ঘরে বিদ্যুৎস্পৃষ্টে ইয়াছিন হাওলাদার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল (১৩ জুন) সোমবার রাতে রাজধানীর কদমতলী জুরাইন মেডিকেল রোড এলাকার ভাড়া বাসায় ওই দুর্ঘটনা ঘটে।

এই ব্যপারে পুলিশ জানায়, ঘটনার সময়ে শিশুটির মা বাসাতেই ছিলেন। তিনি তখন এক স্বজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলেন। ঐ সময়ে শিশু ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত সোয়া ১০টার দিকে ইয়াছিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ইয়াছিনের মা নাদিয়া আক্তার কাঁদতে কাঁদতে বলেন, তিনি বোনের সঙ্গে অন্য কক্ষে মোবাইল ফোনে কথা বলছিলেন। তখন অসাবধানতা ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তিনি সতর্ক থাকলে হয়তো ছেলেকে এভাবে হারাতে হতো না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশু ইয়াসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই বিষয়ে নিহত ইয়াসিনের স্বজনেরা জানান, ইয়াসিনের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার আলীপুর গ্রামে। সে বাবা-মায়ের সঙ্গে কদমতলীতে ভাড়া বাসায় থাকতো। বাবা আলম হাওলাদার পেশায় একজন ভ্যানগাড়ি চালক। মা নাদিয়া একটি কারখানায় কাজ করেন। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট ছিল ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button