কাঠ-লোহার মিস্ত্রি হয়েও করেন দাঁতের চিকিৎসা
চলমান ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারিতে প্রতারণার অভিযোগে কথিত দাঁতের ডাক্তার মুহাম্মদ হেলাল উদ্দিনকে আটক করেছে উপজেলা প্রশাসন। কাঠ-লোহার কাজ শেখার সনদ নিয়ে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা করছিলেন তিনি।
হাটহাজারীর কাটিরহাট এলাকায় জননী ডেন্টাল কেয়ার নামে চেম্বার খুলে দাঁতের চিকিৎসা করছিলেন। সোমবার সকালে চেম্বারে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। পরে প্রতারণার অভিযোগে তার চেম্বার বন্ধ করে দেয়া হয়।
হাটহাজারীর ইউএনও মোহাম্মদ রুহুল আমিন জানান, নামের আগে ডেন্টিস্ট লাগিয়ে কয়েক বছর ধরে দাঁতের চিকিৎসা করছিলেন হেলাল উদ্দিন। সোমবার তার পরিচালিত জননী ডেন্টাল কেয়ারে অভিযান চালালে তিনি চিকিৎসা সংক্রান্ত সনদ না দেখিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ দেখান।
ইউএনও আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে বিএমডিসি’র সনদধারী দাবি করলেও বিএমডিসি’র কোনো সনদ দেখাতে পারেননি হেলাল উদ্দিন। এক পর্যায়ে কারিগরি শিক্ষা বোর্ডের এক বছর মেয়াদি কাঠ-লোহার কাজের প্রশিক্ষণের সনদ বের করেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।




