সংবাদ সারাদেশসারাদেশ

গাইবান্ধায় কৃষক লীগ সভাপতির সাময়িক অব্যাহতি

বিপুল ইসলাম আকাশ গাইবান্ধা প্রতিনিধিঃ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাস্টারকে সাময়িক অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের গ্রামে আতাউর রহমান তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সে সময় তাঁর স্ত্রী এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে সালমা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আতাউর রহমান মাস্টার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত বানোয়াট অভিযোগ এনে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল এবং সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক আমাকে সাময়িক ভাবে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করেছে ৷ বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশিত সংবাদ মারফত জানতে পেরেছি। আমাকে এখন পর্যন্ত দাপ্তরিক ভাবে কোন অব্যাহতি পত্র দেওয়া হয়নি। 

তিনি আরও বলেন, আমি ইতিপূর্বে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে কমিটি বাণিজ্যের অভিযোগ করায়, আমাকে লিখিত কোন নোটিশ না দিয়েই এই অপপ্রচার চালাচ্ছে। আমার চল্লিশ বছরে গড়া রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তাই প্রধানমন্ত্রী সহ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুনির্দিষ্ট তদন্ত করে আমার সম্মান হননকারীদের বিচারের দাবী জানাচ্ছি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button