আন্তর্জাতিকসংবাদ সারাদেশ

সৌদিতে মামা-ভাগ্নেসহ ৩ বাংলাদেশির মৃত্যু

সংবাদ চলমান ডেস্কঃ

মামা-ভাগ্নেসহ তিন বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে সৌদি আরবের তায়েফ শহরে। রবিবার (২৪ জানুয়ারি) রাতে  এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুমিল্লা দাউদকান্দির আজগর আলীর ছেলে লিটন মিয়া, তার ভাগ্নে চাঁদপুর মতলবের দক্ষিণ নলুয়া প্রধানিয়া বাড়ির খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান এবং কচুয়া চাঁদপুরের বাতাপুকুরিয়ার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সাল।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন মেহেদির চাচাতো ভাই মাসুদ। তিনি জানান, লিটন, মেহেদি ও ফয়সাল তায়েফে ফ্রি ভিসায় কাজ করতেন। লিটনের ফুফাত ভাইয়ের ছেলে সেলিম ফোন করে মঙ্গলবার মাসুদকে মৃত্যুর সংবাদটি জানান। ঘটনাস্থলে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের মধ্যে কেউই এখন পর্যন্ত স্পষ্ট করে বলতে পারছে না কীভাবে তারা মারা গেছেন। তবে কেউ কেউ বলছেন বিদ্যুৎস্পৃষ্টে, আবার কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মারা গেছেন তারা।

মাসুদ বলেন, তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনজনের মরদেহ তায়েফের স্থানীয় একটি হিমঘরে রাখা হয়েছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button