রাজশাহীরাজশাহী সংবাদ

রাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার ২৩ মে বিকেলের দিকে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের পাশে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির রেজোয়ান ও যুগ্ম আহ্ববায়ক এমএ তাহের রহমান। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের দলীয় ট্যান্টে বসে কথা বলছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি কাবিরুজ্জামান রুহুল এবং শহীদ সোহরাওয়ার্দী হল শাখার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শাকিলসহ ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতাকর্মী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান।হামলার অভিযোগের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি কাবিরুজ্জামান রুহুল বলেন, তাদের উপর কোনো হামলা করা হয়নি। গতকাল কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ধৃষ্টতামূলক বক্তব্য প্রদান করেছেন। ছাত্রলীগ শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন।মারধরের বিষয়ে কাবিরুজ্জামান রুহুল বলেন, ওরা (ছাত্রদল) বিভিন্ন জায়গায় বিশৃংখলা করার পায়তারা চালাচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একটা বিশৃংখলার পায়তারা চালাচ্ছিলো তারা। সেজন্য ওদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।হামলার বিষয়ে ছাত্রদলের রাবি শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। আমরা এই সংগঠন নিষিদ্ধের দাবি জানাই। শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হওয়ার চেষ্টা করছিল। তাই আমরা তাদের প্রতিহত করেছি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button