বিভাগহীন

গোদাগাড়ীতে মাদক বিক্রির ভিডিও ভাইরাল সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ জানিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছেন তরিকুল ইসলাম। গত ৭ জুন রাজশাহী থেকে প্রকাশিত কিছু অনলাইন নিউজ পোর্টালে ও স্থানীয় কিছু দৈনিক পত্রিকায় গোদাগাড়ীতে মাদক বিক্রির ভিডিও ভাইরাল শিরোনামে যে সংবাদ প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন ভিডিওটি তার নয় বলে দাবি করেছেন। শনিবার গনমাধ্যমে দেয়া এক প্রতিবাদ লিপিতে মাদক বিক্রির ভিডিও ভাইরাল ও সংবাদে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক না বলে প্রতিবাদ লিপিতে দাবি করেন গোদাগাড়ী উপজেলার ফুলতলা কদমহাজির মোড় এলাকার বাবুর ছেলে মো তরিকুল ইসলাম। প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফুলতলা ভাটুপাড়া ও কদম হাজীরমোড় এলাকায় রাতদিন চলছে রমরমা মাদক ব্যবসা ও দিন রাত ২৪ ঘন্টায় এলাকার মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। এছাড়া একাধিক মামলায় আমার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকার পরেও কি এক অদৃশ্য কারনে আমাকে গ্রেপ্তার করতে পারছে না প্রশাসন এ তথ্য সঠিক না বলেও তিনি দাবি করেন।তিনি বলেন আমাকে মাদক সম্রাট বলে আখ্যায়িত করা হয়েছে তা প্রতিহিংসা মুলক। এছাড়া গনমাধ্যমে আমার যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। সংবাদে আমার বক্তব্যে বলা হয়েছে, পুলিশ, ডিবি, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবাই হাজিরা দেয় এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। এমন কোন বক্তব্য আমি গনমাধ্যম কর্মীদের কাছে দেইনি। প্রকৃত ঘটনা হচ্ছে, আমার বিরুদ্ধে কোন মামলার ওয়ারেন্ট নেই। র্দীঘদিন আগে এক সময় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলাম। সেই সময় মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্সের প্রতি সম্মান জানিয়ে আমি বাদদেই মাদক ব্যবসার সাথে আর কোন দিন জড়িত হব না। তার পর থেকে আমার মাদক ব্যবসার সাথে কোন সর্ম্পক নেই। মাদক ব্যবসা ছেড়ে দিয়ে আমি সাধারণ জীবন যাপন করছি র্দীঘদিন যাবত। প্রতিহিংষা মুলক এলাকার কিছু র্শীষ মাদক ব্যবসায়ীরা আমার বিরুদ্ধে গনমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রারি ও ক্ষতি করার চেষ্টা করছে। তাদের সাথে মাদক ব্যবসায় জড়িত না হওয়ার কারনে তারা র্দীঘদিন যাবত চক্রান্তে মেতেছে। তিনি আরো বলেন, আমাকে ফাঁসাতে এলাকার একটি বড় মাদক চক্র যড়যন্ত্র মুলক আমাকে বিপদে ফেলতে মরিয়া হয়ে উঠেছে। কোন মাদকসহ আমাকে প্রশাসন পাবে না। যদি মাদকসহ হাতে নাতে প্রশাসন আটক করে আমাকে তাহলে আমাকে যে সাজা দিবে তা মাথা পেতে নেব। আমাকে আটক করে মাদক দিয়ে যে মামলা দিয়ে হয়রানি না করা হয় এ জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তার প্রতি অনুরোধ ও আকুতি আমার। আমি আমার পরিবার ও সন্তান নিয়ে সাধারণ জীবন যাপন করতে পারি এ জন্য প্রশাসনের প্রতি আমার মানবিক আবেদন।

মোঃ তরিকুল ইসলাম পিতা : বাবুল

সাং ফুলতলা কদমহাজির মোড়

গোদাগাড়ী, রাজশাহী ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button