চরম তোপের মুখে জয়
নিজস্ব প্রতিবেদকঃ
শাহরিয়ার নাজিম জয়। ৮শ টির উপরে যার অভিনয়ের উপর দক্ষতা। যিনি উপস্থাপক হিসেবে সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তিনি কটাক্ষের শিকার হন। এজন্য সহকর্মীরা তাকে এড়িয়ে চলছেন, কাজও হারিয়েছেন।
তিনি অভিনয়, নির্মাণ ও উপস্থাপনায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন দুই দশকেরও বেশি সময় ধরে। তবে উপস্থাপনা দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন তিনি।
জয় তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন- আমি প্রথম বলেছিলাম- অধিকাংশ শিল্পীদের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি চেয়েছি। ভুল কম বেশি সবাই করেছি, কিন্তু আপনারা কয়েকজন একদম থামলেনই না। কোনো শিল্পী বিপদে না পড়ুক এ কামনা রইল।
শুরু করেছিলেন টেলিভিশন নাটকের অভিনয় দিয়ে। সেখান থেকে ‘জীবনের গল্প’র মাধ্যমে চলচ্চিত্রে প্রথম কাজ করেন। পরে ‘এই যে দুনিয়া’, ‘গ্রাম-গঞ্জের পিরীত’, ‘পাষাণের প্রেম’ ছবিগুলোতে অভিনয় করেন তিনি। তারপর আসেন নির্মাণে, ‘প্রার্থনা’ সিনেমার নির্মাতা জয়।হটাৎ করেই তিনি নানা সমালোচনার মুখে পড়ে নিজের কেরিয়ারে অন্ধকার দেখছেন।