নীলফামারীসংবাদ সারাদেশ

নীলফামারী জলঢাকায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 শফিকুর ইসলাম জুয়েল নীলফামারী প্রতিনিধিঃ

একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নীলফামারীর জলঢাকা উপজেলাবাসী।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার (২১ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এরপর শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, উপজেলা স্কাউটস, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারণ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাত ইশতিয়াক ভুঁইয়া, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান রেজওয়ানুল কবীর, কৃষি অফিসার শাহ মাহফুজুল হক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। পরে সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, হাতের লেখা, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এছাড়াও মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button