দূর্গাপুর

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

দূর্গাপুর প্রতিনিধি মমিন ইকবালঃ

আজ (শুক্রবার) সারা দেশের মত এবার দূর্গাপুরে পালন করা হলো অভিবাসী দিবস । জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলার দেশ গড়ার লক্ষে অবদান রেখেছেন এ অভিবাসী দিবস টি।

আন্তর্জাতিক অভিবাসী দিবস বাংলাদেশে এবার ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে। বর্তমান সরকার বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অভিবাসী কর্মীদের কল্যাণ ও স্বার্থসংরক্ষণ, তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোত্তম ব্যবহার ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আজ ১৮ ডিসেম্বর, আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতিবছর ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাই দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের ‘গ’ ক্রমিকে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে।

এ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহসৃন মৃধা স্যার। আরো ছিলেন উপজেলা ভাইস চেয়্যারমান মো: আলহাজ্ব মো: মোতালেব

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button