তানোররাজশাহী সংবাদ

তানোর থানা পুলিশ কতৃক সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজুল ইসলাম রনি নামের এক ফটো সাংবাদিককে হয়রানীমুলক অকথ্য ভাষায় গালি গালাজ ও মারধরের অভিযোগ উঠেছে তানোর থানায় কর্মরত (এসআই) পলাশের বিরুদ্ধে। সেই পুলিশ সদস্যের বিচার চেয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি। গতকাল ১২ই জুলাই বেলা ২টার সময় সংগঠনের নেতৃবৃন্দরা রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমাদেন। অভিযোগ পেয়ে তিনি দ্রুত সময়ে তদন্ত পূর্বক সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

নির্যাতিত সেই সাংবাদিক সিরাজুল ইসলাম রনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকা ও সংবাদ ২৪ঘন্টা অনলাইন সংবাদ মাধ্যমে ফটো সাংবাদিক হিসেবে রাজশাহীতে কর্মরত রয়েছেন।

নির্যাতিত ফটো সাংবাদিক মো: সিরাজুল ইসলাম রনি গত ১১ইজুলাই তার পেশাগত কাজ শেষ করে রাত ১২টার সময় তানোর গোল্লাপাড়া বাজার শশুর বাড়ি যাওয়ার সময় তানোর হাড়দহ যাত্রী ছাওনির সামনে পৌছালে ফটো সাংবাদিক রনির মোটর সাইকেল এর গতি রোধ করে তানোর থানার পুলিশ।

কর্তব্যরত এসআই পলাশ সহ পুলিশ সদস্যরা তাকে নানা ভাবে হয়রানীর চেষ্টা করে সাথে অবৈধ্য মাদক আছে বলে রনিকে ও তার মটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি শুরু করে। তল্লাশি করার সময় রনি নিজেকে সাংবাদিক পরিচয় দেয়ার সাথেই তারা ক্ষেপেযায় তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন এসআই পলাশ।

এমনকি সাংবাদিকের পরিচয়পত্র নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করেন তিনি। কেন গালিগালাজ করছে জিঙ্গাসা করলে এস আই পলাশ রনিকে চড় থাপ্পর ও হাতে থাকা লাঠিদিয়ে বেধড় মারতে থাকে আর বলে মোটরসাইকেলে লাল নিল লাইট কেন ? এই ঘটনা পাশে থাকা এক পুলিশ সদস্য মোবাইলে ভিডিও করছিস। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে আরো বেশি মারধর করছিল । এই ঘটনায় ১২ই জুলাই বেলা ১২টার সময় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা জরুরী সভা করে জেলা পুলিশ সুপার বরাবর তানোর থানার এসআই পলাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

পুলিশের নির্যাতনের স্বীকার ফটো সাংবাদিক সিরাজুল ইসলাম রনি বলেন, আমার শশুর বাড়ি তানোর। এ ছাড়াও আমার স্ত্রী তানোর “আকচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে” চাকরি করে। সেই সুবাদে প্রতিনিয়ত রাজশাহীতে পত্রিকা অফিসের কাজ শেষ করে তানোর যাওয়া আসা করতে হয়। হটাৎ গত ১১ই জুলাই তানোর হাড়দহ নামক যাত্রী ছাউনির সামনে পৌছালে সেখানে দায়িত্বরত তানোর থানা পুলিশ আমার মটরসাইকেলের গতি রোধ করে পুরো গাড়ি ও আমাকে তল্লাশি করে। এ সময় আমি নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথে এআই পলাশ ক্ষেপে যান আমার ওপরে। শুরু করেন অকথ্য ভাষায় গালিগালাজ। কেন আমার সাথে খারাপ ব্যবহার করছেন এমন প্রশ্ন করতেই আমাকে চড় থাপ্পড় সহ তার হতে থাকা লাঠি দিয়ে পিঠ ও মাথায় আঘাত করতে থাকে পলাশ। কেন তার সাথে এমন আচরণ করা হল তিনি কিছুই জানেন না।

এই ঘটনা নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন বলেন, রাজপথে বিক্ষোভ-মিছিল আর আন্দোলন-সংগ্রামের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক এবং দায়িত্বরত পুলিশকে একই কাতারে দাঁড়িয়ে কাজ করতে হয়। অপরাধ ও অপরাধীর খবর জানতেও প্রতিনিয়ত পুলিশের শরণাপন্ন হতে হয় সংবাদকর্মীদের। অথচ এই পুলিশের হাতেই প্রতিনিয়ত নির্যাতন, আর নাজেহাল হতে হচ্ছে দেশের পেশাদার সাংবাদিকদের। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের উপর আস্থা রেখে লিখিত অভিযোগ দায়ের করেছি। সেই সাথে রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপারের নিক্ট আমাদের পুরো আস্থা রয়েছে আশা করব তিনি এর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button