সংবাদ সারাদেশস্লাইডার

এই কেমন,খোলা আকাশের নিচে কোয়ারেন্টাইনে স্বামী পরিত্যক্তা!

 

সংবাদ চলমান ডেস্কঃ

ভয়ানক করোনা আতঙ্ক। এর জন্য চল্লিশোর্ধ্ব এক স্বামী পরিত্যক্তা নারীকে ঘর থেকে বের করে দিলেন তার স্বজনরা। তার অপরাধ শরীরে রয়েছে জ্বরের লক্ষণ।

রবিবার রাতে  এ ঘটনাটি ঘটে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউপিতে।

হতভাগা এ নারীর নাম রেনিসা বেগম মালা। তিনি এখন ঠাঁই নিয়ে সড়কের খোলা আকাশের নিচে। আর এটা যেন হয়ে উঠেছে তার জন্য উপযুক্ত কোয়ারেন্টাইন ব্যবস্থা।

রেনিস বেগম মালা উপজেলার সদর ইউপির উনিশ নম্বর গ্রামের নূর হোসেন হাওলাদারের মেয়ে। তিনি ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়ায় থাকেন।

রেনিসার স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তিনি স্বামী পরিত্যক্তা। স্বামীর সঙ্গে দূরত্বের পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

এক সপ্তাহ আগে রেনিস ঢাকা থেকে রাঙ্গাবালী এসে উনিশ নম্বর গ্রামের সৎভাই জসিম হাওলাদারের বাড়িতে ঠাঁই নেন। কিন্তু কয়েক দিন ধরে রেনিসা জ্বরে ভুগছেন। রোববার রাতে রেনিসার স্বজন ও স্থানীয় কয়েকজন তাকে ঘর থেকে বের করে দেন। এর পর থেকে খালগোড়া বাজারের চৌরাস্তায় গিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তিনি।

খালগোড়া বাজারের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রাত ৮টার দিকে চৌরাস্তায় একটি দোকানের সামনে রেনিসা নামে এক নারী অসুস্থ অবস্থায় এসে আশ্রয় নেন। সেখানে তিনি কাতরাচ্ছিলেন। তাদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন।

এন্ট্রি করোনা ইউথ সোসাইটি রাঙ্গাবালীর স্বেচ্ছাসেবী গাজী মো. নাহিদ বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ইউএনওকেও বিষয়টি অবহিত করেছি।

এ ব্যাপারে ইউএনও মো. মাশফাকুর রহমান বলেন, ঘটনাটি শুনে আমি তাৎক্ষণিক খোঁজ নিয়েছি। তার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। রাতে তার খাবারের ব্যবস্থা করেছি। ডাক্তারের সঙ্গেও কথা বলেছি। সোমবার সকালে তাকে এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button