সংবাদ সারাদেশসারাদেশ

কুষ্টিয়ায় ব্যাংক থেকে দুই লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র, আটক ৩

ভুয়া ভাউচারে স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে প্রায় দুই লাখ টাকা তুলে নিয়ে পালিয়ে গেছেন দুই প্রতারক। এ সময় আরো একটি ভাউচারের মাধ্যমে টাকা তুলতে গিয়ে ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় তিন প্রতারককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। তবে বাকি ২ জন টাকা নিয়ে পালিয়ে গেছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপ নগর শাখায় এ ঘটনা ঘটে।  এ সময় প্রতারক চক্রটি দুটি নকল ভাউচারের মাধ্যমে ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যায়।

আটক ৩ জন হলেন, মো. মামুন শেখ, কেরামত খান, সাইমন। তারা সবাই মাদারীপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

অগ্রণী ব্যাংকের গোলাপনগর শাখার ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, বৃহস্পতিবার দুপুরে ব্যাংকে খুব ভিড় ছিলো। এ সময় রেমিটেন্সের দুটি ভুয়া ভাউচারের মাধ্যমে স্বাক্ষর জালিয়াতি করে কবির এবং মনির নামের দুইজন যথাক্রমে ১ লাখ ৫ হাজার এবং ৯৪ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে তারা আরেকটি ভাউচার সাবমিট করে। এ সময় কর্মকর্তাদের সন্দেহ হলে তারা ভাউচার পুনরায় চেক করতে শুরু করে। সেসময় ভাউচার জমাকারীদের আচরণ সন্দেহ হওয়ায় এবং ভুয়া ভাউচার ধরা পড়ে গেলে ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় স্থানীরা ব্যাংকে জড়ো হয়ে যায়।

এসময় ঐ তিন প্রতারক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে ধরে গণধোলাই দিয়ে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা থানায় নিয়ে যায়। বাকী দুজন পালিয়ে যেতে সক্ষম হন।

এ ব্যাপারে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে প্রতাকরদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রাথমিক তদন্ত চলছে। এবং পালিয়ে যাওয়া দুই জনকে আটকের জন্য কাজ করছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button