বাগমারারাজশাহীরাজশাহী সংবাদ

বাগমারার সাংবাদিক নাম ব্যবহার করে চাঁদাবাজির সত্যতা দিয়ে পিবিআই এর প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিতর্কিত সাংবাদিক আলতাব মন্ডলের বিরুদ্ধে আদালতে দায়ের করা চাঁদাবাজির মামলার পূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রাজশাহীর সেই পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা দীর্ঘ সময় নিয়ে তদন্ত শেষে বাদীর অভিযোগের সত্যতা রয়েছে বলে বিজ্ঞ আদালতে সেই প্রতিবেদন দাখিল করেছেন ও তার মন্তব্য দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার বানাইপুর গ্রামের ব্যবসায়ী আবুল কালামের ইটভাটা রয়েছে। ইটভাটার ব্যবস্যা বন্ধ করে দেয়া হবে বলে হুমকী দিয়ে বাদীর নিকট মোটা অংকের চাঁদা দাবি করেন মামলার আসামী সাংবাদিক পরিচয় দান কারি আলতাব মন্ডল। গত বছরের জানুয়ারি মাসের ২তারিখে আসামী আলতাব মন্ডল অভিযোগ কারীর ইটভাটার অফিস ঘরে গিয়ে ভয়ভীতি দেখিয়ে দশ হাজার টাকা চাঁদা নিয়ে যায় বলে উল্লেখ করেছেন। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে আবারো আসামি আলতাফ মন্ডল ইটভাটার অফিস কক্ষে গিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

মামলার বাদী আবুল কালাম এই টাকা দিতে অস্বীকার করলে আসামি আলতাফ মন্ডল একটি চাকু বের করে বিবাদের গলায় ধরে বলেও এই মামলায় উল্লেখ করেছেন। তিনি এই মামলার ২নং সাক্ষীর মাধ্যমে পুনরায় ২০ হাজার টাকা চাঁদাদেন। সকল ঘটনা নিয়ে ব্যবসায়ী আবুল কালাম বাগমারা থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন। এরপর বাদী আবুল কালাম সেই বছরের ১৬ ফেব্রুয়ারি রাজশাহীর বিজ্ঞ আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স আদালত-২ উপস্থিত হয়ে এই মামলা করেন।

 রাজশাহীর বিজ্ঞ আদালত বাদীর লখিত অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ কে নির্দেশ দেন। আদালতের আদশ পিবিআইয়ের রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে উপ পরিদর্শক (এস আই) মতিউর রহমান মামলার পুর্ণ তদন্ত শুরু করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান গত বছরের নভেম্বর মাসের ১ তারিখে আদালতে সেই প্রতিবেদন দাখিল করেন সেই সাথে মামলার সত্যতা রয়েছে উল্লেখ করেন।

রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর উপ-পরিদর্শক (এস আই) মতিউর রহমান বলেন, আদালতের নির্দেশে আবুল কালামের করা মামলার তদন্ত শেষে বাদীর অভিযোগ সত্যতা মিলেছে। তিনি বলেন পূর্ণ প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে মামলাটি চালু হয়েছে এখন আদালত সিদ্ধান্ত নিবেন মামলার সকল বিষয়ে। বাগমারা উপজেলায় সাংবাদিক পরিচয় দানকারী আলতাফ মন্ডলের নামে নানা অভিযোগ তুলেছে স্থানীয়রা।

রাজশাহীর মুল ধারার সাংবাদিকদের নিকট ও রয়েছে তার নামে জামাত শিবিরের সাথে সখ্যতা থাকা সহ নানা অভিযোগ। অপরদিকে রাজশাহীতে বাগমারা উপজেলার অবৈধ ইটভাটা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। ইটভাটার মালিকদের অবৈধ কার্যক্রম শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়ায় তাদের দৌরাত্য বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button