রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে পদ্মার পাড়ে বিনোদন প্রেমীদের ঢল

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে তীব্র রোদ-গরম ছাপিয়ে বহুল প্রত্যাশিত বৃষ্টি নামতে শুরু করেছে ঈদুল আজহার কয়েকদিন আগে থেকেই। এতে বৃষ্টি মুখরেই হলো এবারের ঈদ উৎসব। তবে ভ্যাপসা রোদ-গরমে অতিষ্ঠ সময় পেরিয়ে আষাঢ়ে বৃষ্টিতে ঈদ উৎসব আনন্দ চিত্তেই স্বাগত জানিয়েছেন রাজশাহী বাসী। বৃষ্টি বাইরের আড্ডায় কিছুটা বাগড়া সৃষ্টি করলেও কোরবানির দিনের প্রকৃতি ছিলো হাস্যোজ্জ্বল।

ঈদের দিন বিকেল থেকেই রাজশাহীর বিনোদন স্পট খ্যাত পদ্মা পাড়, টি-বাঁধ, আই-বাঁধ, মুক্তমঞ্চ, পদ্মা গার্ডেন, লালনশাহ পার্ক সহ অন্যান্য স্পট গুলোতেও মানুষের ভিড় ছিল। এখনও চলছে উৎসবের আমেজ। পরিবার পরিজন নিয়েই আড্ডায় মেতেছে বিনোদন প্রেমীরা। এছাড়া কাটাখালি তিলক সিনেমা হল ও রাজশাহীর হাইটেকপার্ক সংলগ্ন সিনেপ্লেক্সেও বিনোদন প্রেমীমের ভিড় ছিল।

গতকাল শনিবার সন্ধ্যায় মেঘাচ্ছন্ন আবহওয়ার মধ্যেই আইবাঁধে পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন সাইফুল ইসলাম ও শারমিন আক্তার দম্পত্তি। সঙ্গে ছিল তাদের দুই মেয়ে ও এক ছেলে।

ঈদের আনন্দ অনুভূতি প্রকাশ করে সাইফুল ইসলাম জানান, এবারের ঈদটা খুব ভালোই কাটছে তাদের। বিশেষ করে রোদ-গরম হলে বাইরে বের হয়ে স্বস্তি পাওয়া যায় না। কিন্তু এবারের আবহওয়াটা খুবই সুন্দর। না গরম না ঠান্ডা। আর এই আবহওয়াতে পদ্মা পাড়ের সৌন্দর্যটাও ভিন্ন। বিশেষ করে পদ্মায় পানি বাড়ছে। বৃষ্টিতে প্রকৃতি আরো সবুজ হয়েছে।

নববধূকে নিয়ে ঘুরতে এসেছিলেন রাকিবুল ইসলাম। রাকিবুল জানান, এবারের আবহওয়াটা বেড়ানোর মতোই। মাঝে মাঝে বৃষ্টি হলেও বিকেল থেকে রাত ৯-১০টা পর্যন্ত আবহওয়াটা সুন্দরই ছিল। আর ঘুরতে বের হওয়ার মোক্ষম সময় এটা। এক কথায় এবারের ঈদের আবহাওয়াটা খুবই রোমান্টিক।

এদিকে, রাজশাহীর জনপ্রিয় বিনোদন স্পট হিসেবে খ্যাতি পাওয়া লালনশাহ পার্কে তরুণ-তরুণী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ছিল চোখে পড়ার মত। প্রিয়জনের সঙ্গে এসব স্পট গুলোতে ছিল সেলফি তোলার হিড়িক। আনন্দময় সময়কে স্মৃতির পাতায় আগলে রাখতেও ছিল তৎপরতা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button