সংবাদ সারাদেশ

সম্পত্তির লোভে বাবার আঙ্গুলের নখ সহ পা কাটল দুুই সন্তান

চলমান ডেস্কঃ

দিনাজপুরে সম্পত্তির লোভে নিজের বাবাকে  একমাস ঘরে আটকে রেখে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার দুই ছেলে, ভাই ও ভাতিজার বিরুদ্ধে।

গত বুধবার বিকেলে ঘরে বন্দী থাকা ওই ব্যক্তিকে প্রতিবেশি কয়েকজন যুবক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিত মো. মোখলেছুর রহমান সদর উপজেলার ফাজিলপুর ইউপির রানীপুর গ্রামের বাসিন্দা।

কান্নাজড়িত কণ্ঠে মোখলেছুর রহমান বলেন, দুই ছেলে নাহিদ হাসান ও জাহিদ হাসান তাদের দুই চাচার সঙ্গে হাত মিলিয়ে প্রায় ৮০ লাখ টাকার সম্পত্তি লিখে নেয়ার চেষ্টা করছে।

স্থানীয় রানীপুর বাজারে একটি মার্কেট ও প্রায় আড়াই একর জমি আছে। দুই ছেলে এবং ভাই-ভাতিজারা এক হয়ে বাজারের মার্কেট ও আড়াই একর জমি তাদের নামে লিখে দিতে বহুদিন ধরেই চাপ দিয়ে আসছে।

তিনি আরো বলেন, মার্কেট ও জমি সন্তানদের নামে লিখে না দেয়ায় তারা আমাকে একমাস ঘরে বন্দী করে অমানুষিক নির্যাতন চালিয়েছে। আঙ্গুলের নখ তুলে নিয়েছে। পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পা কেটে ফেলেছে। তারা গলায় দড়ি দিয়েও মেরে ফেলার চেষ্টা করেছে। বিষ পানে মেরে ফেলার চেষ্টা করেছে দুই সন্তান।

মোখলেছুর রহমান আরো বলেন, দুই ছেলেসহ ভাই-ভাতিজারাও নির্যাতন করে আসছে। কেউ কথা বলতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করার চেষ্টা করে।

প্রশাসনের কাছে একটাই দাবি, নির্যাতনের বিচার চাই। সন্তান ও ভাই-ভাতিজার বিচার চাই।

সরেজমিন বুধবার বিকেলে কোতোয়ালি থানায় গিয়ে দেখা যায়, ডান পায়ের হাঁটুর নিচ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ডান হাতের আঙ্গুলের নখ তুলে ফেলায় আঙ্গুল ফুলে আছে। দীর্ঘদিন ঘরে বন্দী রেখে নির্যাতন করায় শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যাওয়ার চিত্র ফুটে উঠেছে।

মোখলেছুর রহমান জানান, বড় ছেলেকে দিনাজপুরের হলিল্যান্ড কলেজে ভর্তি করেছিলাম। সেখানে পড়তে গিয়ে একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। গত কয়েক বছরে সে ১১ লাখ টাকা নষ্ট করেছে। এখন সম্পত্তি লিখে নিতে চাচ্ছে। ছোট ছেলেকে হাফিজিয়া মাদারাসায় পড়িয়েছি। সন্তানেরা আজ সম্পত্তির লোভে অমানুষিক নিযার্তন চালিয়েছে। প্রতিবেশিরা উদ্ধার না করলে হয়ত তারা আমাকে মেরেই ফেলতো।

মোখলেছুর রহমানের প্রতিবেশি ভাতিজা মো. আবেদ আলী মানিক বলেন, দীর্ঘদিন ধরে তার দুই ছেলে ও ভাই-ভাতিজারা বাজারের মার্কেট ও সম্পত্তির লোভে মোখলেছুর রহমানকে ঘরে আটকে রেখে নির্যাতন করে আসছে। আজকে নির্যাতন করার সময় কয়েকজন এগিয়ে যাই। আমাদের উপর তারা ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে ঢিল মারতে শুরু করে। কয়েকজনকে আঘাত করে। সবাই মিলে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার জন্য অবশ্যই দোষীদের চরম শাস্তির আওতায় আনা হবে। একজন জন্মদাতা পিতাকে যারা এভাবে অমানুষিক নির্যাতন করতে পারে তা আর যাই হোক প্রকৃত মানুষ হতে পারে না। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button