আন্তর্জাতিক

ভারতে শিশুর বুদ্ধিতে বাঁচলো ট্রেনের শতাধিক যাত্রীর প্রাণ

সংবাদ চলমান ডেক্সঃ

৮ বছরের এক কিশোরের উপস্থিত বুদ্ধিতে বেঁচে গেছেন কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনের কয়েক শতাধিক যাত্রীর জীবন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট মোরসেলিম শেখ সুপারফাস্ট ট্রেনটিকে রক্ষা করেছেন। এ ঘটনা এখন তার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। এতে রীতিমত স্তম্ভিত রেলকর্তারা। গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের মালদহে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ৩টায় দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। মালদা জেলার ভালুকা রোড স্টেশনের পেরোতেই বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল ৮ বছরের ঐ শিশু। সে হঠাৎ লক্ষ্য করেন আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গেছে। তা দেখে তড়িঘড়ি করে নিজের পড়নে লাল গেঞ্জি খুলে সে ট্রেনের ট্রাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। লাল সংকেত দেখে চালক ইমার্জেন্সি ব্রেক কষেন। ট্রেনটিকে কোন রকমে দাঁড় করান চালক। আর বড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি। জীবন রক্ষা পায় ট্রেনের কয়েকশ যাত্রীর। এরপর রেলকর্মীরা ছুটে এসে আপ লাইন মেরামতি করেন। পরে ট্রেনটি সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছন।

মোরসেলিম শেখ জানান, ঐ সময় সে বাড়ি ফিরছিল। তখন সে দেখে রেল লাইনের ধারে মাটি সরে খালের মতো হয়ে গেছে। পরে সে তার গায়ে থাকা লাল গেঞ্জি খুলে ড্রাইভারের দিকে দেখানোর চেষ্টা করে। এরপর ট্রেনটি থেমে যায়।  

এদিকে এই ছোট্ট ছেলের কৃতিত্বে খুশি গোটা পরিবার। ছেলেটির মা বলেন, আমাকে বাড়ি এসে পুরো ঘটনাটি সে জানায়। আমরা সবাই খুশি। আমার ছেলে বুদ্ধি করে এত গুলো লোকের প্রাণ বাঁচিয়েছেন।  

অপর দিকে এই কিশোরের কৃতিত্বে খুশি স্থানীয় বাসিন্দারাও। ছেলেটির তাৎক্ষণিক বুদ্ধিকে সাধুবাদ জানিয়েছেন সবাই। রেলের কর্মকর্তারাও মোরসেলিম শেখকে অনেক ধন্যবাদ জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button