লাইফস্টাইল

হিটস্ট্রোক হলে যা করবেন

সারাদেশে বৈশাখ মাসের শুরু থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। যা অব্যাহত থাকতে পারে আরো বেশ কিছুদিন। এজন্য ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

এমন পরিস্থিতিতে হিটস্ট্রোক কী, এর লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা প্রসঙ্গে ঢাকার আইসিডিডিআর’বি হাসপাতালের চিকিৎসক ড. আলিয়া নাহীদ বিস্তারিত আলোচনা করেছেন।

হিটস্ট্রোক কী, এ ব্যাপারে ড. আলিয়া নাহীদ জানান, বাইরে তাপমাত্রা যাই হোক না কেন আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা প্রায় স্থির রাখতে সক্ষম। কিন্তু অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিলে তখন তাকে হিট স্ট্রোক বলা হয়। এর ফলে ঘাম বন্ধ হয়ে গিয়ে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে।

লক্ষণ, ১. শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া, ২. গরমে অচেতন হয়ে যাওয়া, ৩. মাথা ঘোরা, ৪. তীব্র মাথা ব্যথা, ৫. ঘাম কমে যাওয়া, ৬. ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া, ৭. শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব করা, ৮. বমি হওয়া, ৯. হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ১০. শ্বাস কষ্ট, ১১. মানসিক বিভ্রম, ১২. খিঁচুনি।

প্রাথমিক চিকিৎসা, কারো হিটস্ট্রোক হলে বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই সময়ের মধ্যে যে কাজ গুলো করতে হবে তা হলো:

১. হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে। রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে।

২. রোগীর শরীরে বাতাস করতে হবে। কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে।

৩. শরীরের তাপমাত্রা কমাতে বগল, ঘাড়, পিঠ এবং কুচকিতে আইসপ্যাক ব্যবহার করতে হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button