রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

নির্বাচন করলে হবে অসুবিধা,রাজশাহীতে চেয়ারম্যান প্রার্থীকে হুমকি

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন থেকে ‘সরে’ যাওয়ার হুমকি দেয়া হয়েছে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতারকে। নির্বাচন করলে ‘অসুবিধা’ হবে বলে অভিযোগ এনেছেন চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতার। বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসক ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আব্দুল জলিলের কাছে এই অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে অজ্ঞাতনামা কয়েকজন আমার বাড়িতে গিয়ে খোঁজ করেন। না পেয়ে আমার বাড়ির সামনের একটি দোকানে গিয়ে বলে আসেন তার সাথে যেন যোগাযোগ করি। ওইদিনই আসাদ দামকুড়া বাজারের আমার অফিসে আসেন। সেখানে আমাকে না পেয়ে স্থানীয়দের বলে আসেন আমি যেনো প্রার্থীতা প্রত্যাহার করি আর না করলে আমার অসুবিধা হবে বলে জনসম্মুখে হুমকি দিয়ে যান।

অভিযোগে তিনি আরও বলেন, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জেলা পরিষদ অফিসে থেকে সভা শেষ করে ইউপি চেয়ারম্যানদের নিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ নগরীর একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভা করেন। সেই সভাতে আমাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এছাড়াও গত বুধবার একটি রেস্তোরাঁয় সভাতে আমাকে আবারও হুমকি দেয়া হয়।এই সভাতে বলা হয়, আগামী ২৫ তারিখের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে। এছাড়া ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত থাকার জন্য বলে।

এই হুমকির বিষয়ে জানতে চাইলেল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, আখতারুজ্জানকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য হুমকি দেয়ার বিষয়টি সত্য নয়। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তিনি যেন দলের সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীকে সমর্থন করে সেটি অনুরোধ করতে। কিন্তু সেসময় তার দেখা পায়নি আমি।

এই ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল জলিল বলেন, চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের অভিযোগ আমি এখনও পাইনি। পাওয়ার পর তদন্ত করা হবে। যারা হুমকি দিয়েছে তাদেরকেউ সতর্ক করে দেওয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button