নাটোর

নাটোরে ভুল চিকিৎসায় ১০ বছরের শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধিঃ

ভুল চিকিৎসায় মো. আরিফুল ইসলাম নামে ১০ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।

গতকাল সোমবার সকালে নাটোর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত আরিফুল সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে। সে গুরুদাসপুরের খোলাকান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

শিশুটির বাবা খোদাবক্স জানান, সকালে খেলা করছিল আরিফুল। এ সময় তার গলায় একটি বাঁশি আটকে যায়। এতে শ্বাস নিতে কষ্ট হলে তাৎক্ষণিক স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা নাটোর সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালের চিকিৎসক ডা. কাজী মোহম্মদ আলী রাসেল জরুরি বিভাগেই শিশুটির গলা কাটলে রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে আরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে আরিফুল মারা যায়।

এ ব্যাপারে ডা. কাজী মোহম্মদ আলী রাসেল জানান, শিশুটির শ্বাসনালীতে কৃত্রিম নল স্থাপনের সময় অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাকে কোনো ভুল চিকিৎসা দেয়া হয়নি।

এদিকে, এ ঘটনার পরপর উত্তেজনা শুরু হলে আত্মগোপন করেন চিকিৎসক কাজী মোহম্মদ আলী রাসেল। একমাত্র সন্তানকে হারিয়ে বিলাপ করছেন বাবা খোদাবক্স ও মা আছমা বেগম।

শিশুটির বাবা খোদাবক্সের অভিযোগ, ভুল চিকিৎসার মাধ্যমে তার একমাত্র সন্তানকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. মুনজুর রহমান বলেন, শিশুটির শ্বাসনালীতে বাঁশিটি আটকে যাওয়ায় খুব শ্বাসকষ্ট হচ্ছিল। এতে স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিলে চিকিৎসক ডা. কাজী মোহাম্মদ আলী প্রাথমিক চিকিৎসা শুরু করেন। কিন্তু অবস্থার অবনতি হলে স্বজনদের অনুরোধে জরুরি বিভাগেই শ্বাসকষ্ট কমাতে শ্বাসনালীটি ফুটো করে দেন। কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।

তিনি বলেন, এ পরিস্থিতিতে চিকিৎসকের এ ধরনের ঝুঁকি নেয়া ঠিক হয়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button