ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

ঠাকুরগাঁও দুইটি ভাটাকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে উপজেলা দুইটি ইট ভাটাকে লাইসেন্স বিহীনভাবে ও জ্বালানি কাঠ ব্যবহার করায় জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত রবিবার ( ৩ জানুয়ারি ) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউপি চেয়ারম্যানের মধুয়াবাড়ি সুন্দরপুরে জে.এম.কে ভাটার আংশিক অংশ ভেঙে দিয়ে সেই সাথে ১০ হাজার টাকার আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে : ফজলে রাব্বানী চৌধুরী বলেন , অভিযােগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি ইট ভাটাকে লাইসেন্স বিহীনভাবে ও জ্বালানি কাঠ ব্যবহার করে ইট প্রস্তুত করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ ) আইন , ২০১৩ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করে এবং ভাটাগুলাের চুল্লী ও কাঁচা ইট ভেঙে দেয় ।। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বন ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি । ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইটভাটার মালিক ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নার্থ রায় বলেন , ডিসি অফিসে সময়মত কাগজপত্র না পৌঁছানাের কারণে আমার ইটভাটা ভাংচুর সহ জরিমানা করা হয়েছে । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button