দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে জেলাপ্রশাসকের হস্তক্ষেপ দাবি করলেন দুর্গাপুরের শতাধিক কৃষক

নিজস্ব প্রতিবেদকঃ

নিজেদের তিন ফসলি জমি রাক্ষা ও পানি বন্দির হাত থেকে রেহাই পেতে রাজশাহীর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন দুর্গাপুর উপজেলার শতাধিক কৃষক।

এ সময় তারা বলেন আমরা এই উপজেলার বাসিন্দা হয়েও অবৈধ পুকুর খননের বিষয়ে কোন আইনি সহযোগিতা পাচ্ছিনা। কৃষকদের অভিযোগ এক রকম জোর করে আমাদের আবাদি জমিতে পুকুর খনন করছে ক্ষমতাশীল ব্যক্তিরা। কোন কৃষকের কোন প্রকার  অভিযোগ আমলে নিচ্ছেনা সংশ্লিষ্ট মহল। দুর্গাপুর উপজেলার একাধিক ইউনিয়নে চলছে পুকুর খননের মহোউৎসব। স্থানিয়রা বলছেন আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই সরকারি  নিষেধ পালন না করে উল্টো পুকুর খননের চুক্তিতে সামিল হচ্ছেন। এদের অনেকের ফোন আলাপ এরই মাঝে মিডিয়া কর্মীদের নিকট এসছে।

সেই ফোন আলাপে বেশ কয়েকজন নাম মাত্র সাংবাদিক পরিচয়দান কারি ব্যক্তি সহ দুর্গাপুর থানা পুলিশের এ এস আই শাহীনের নাম এসেছে , আর তাদের ইশারাতেই চলছে আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবৈধ পুকুর খনন। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে কোন আবাদি জমিতে কোন ভাবে পুকুর খনন করা যাবেনা। সেখানে কিভাবে একই উপজেলায় একই সাথে শতাধিক পুকুর খনন চলছে সেটির কারন খুঁজে ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহীর জেলা প্রশাসকের নিকট জোর দাবি  জানিয়েছেন দুর্গাপুর উপজেলার সচেতন কৃষক বৃন্দ।

উপজেলার কয়ামজমপুর, কালিতলা,বরধমপুর, কানপাড়া, চুনে পাড়া, ও আংরার বিলের পুকুর খনন উপজেলা বাসিকে ভাবিয়ে তুলেছে। অনেকেই বলছেন এর সাথে রাঘব বোয়ালরা সরাসরি জড়িত রয়েছেন বলেই এমন কাজ প্রকাশ্যে দিনের আলোতে চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পদক্ষেপ নিয়ে অনেকেই কানা ঘষা শুরু করেছেন। নাম প্রকাশ না করার শর্তে দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের একজন পদধারি ব্যক্তি বলেন জীবনে এমন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখি নাই, তিনি বলেন সরকারের চাকরি করে সরকারি নিয়ম পরিচালনা করতে না পারলে উপজেলা থেকে অনত্র বদলি নিয়ে সরে যাওয়াই উচিত।

কারন ডিজিটাল দেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কোন বিকল্প নেই। আর যারা সরকারের নির্দেশ সঠিক ভাবে পালন করছেনা তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দুর্গাপুরে তিন ফসলি দুই ফসলি আবাদি জমিতে পুকুর খননে বাধাদিতে গিয়ে বেশ কয়েকটি স্থানে ভেকু ড্রেজার চালক ও কৃষকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া আহত হয়ে হাসপাতালে থাকার মত ঘটনা ও ঘটেছে একাধিক বার। রাজশাহী জেলা প্রশাসকের নিকট অনেকেই আবেদন করেছেন  এই অবৈধ ভেকু ড্রেজার মেশিন বন্ধের দাবিনিয়ে।

ড্রেজার চালকদের নামে এরই মাঝে রাজশাহীর কয়েকটি থানায় অভিযোগও হয়েছে বিভিন্ন অপকর্মের দ্বায়ে। এই অবৈধ পুকুর খননের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে পুকুর খনন বন্ধের নির্দেশনার দাবি জানিয়েছেন শতাধিক কৃষক।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button