রংপুরসারাদেশ

এবার মাদক সহ পুলিশের এ এস আই আটক

 শীতুজ্জামান শীতু রংপুর প্রতিনিধিঃ

 রংপুর নগরের একটি পাকা বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজার একশ আটানব্বই পিচ ইয়াবাসহ পুলিশের এক এএসআইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক কৃত এ এস আই মনিরুজ্জামান কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত অবস্থায় তাকে আটক করেনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। । বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় রয়েছেন তিনি। গত কাল  সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর স্টেশন রোড ঠিকাদারপাড়ার একটি ছয়তলা ভবনের বাসা থেকে তাকে আট করা হয়। সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন এর তত্ত্বাবধানে অভিযান পরিচালিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানের সময় তিন হাজার একশ আটানব্বই পিচ ইয়াবা, নগদ ৭ হাজার ৮০০ টাকা, ৯০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, এক বোতল ফেন্সিডিল, বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই ও চারটি মোবাইলসহসহ পুলিশের এএসআই মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ এএসআই মনিরুজ্জামানকে আটক করতে সক্ষম হন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুব রহমান জানান, এর আগে মাদক সেবন ও কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে এএসআই মনিরুজ্জামান সাময়িকভাবে বরখাস্ত হয়েছে ।

বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় আছেন। সে পরিবার নিয়ে রংপুর নগরীর ঠিকাদারপাড়ার মিলন ভিলার তৃতীয় তলার একটি ফ্লাটে থাকতেন। সেখান থেকে গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় বাড়ির মালিক হিজড়া মিলনকে গ্রেফতার করা যায়নি বলে তিনি জানান অভিযান শুরুর আগে সে পালিয়েছে।তবে তাকে আটকের চেষ্টা চলছে। পুলিশের চাকরি করে এমন মাদক ব্যবসার বিষয়টি কিভাবে সংঘটিত হয়েছে সেটিও তদন্ত করছেন পুলিশের উপর মহল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button