সংবাদ সারাদেশসারাদেশ
মোটরসাইকেলসহ চোর আটক
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে দুইটি মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার আক্কেলপুরের চিয়ারি গ্রামের মাদরাসা মাঠে ইসলামী জলসা চলার সময়ে সোরহাব হোসেনের বাড়িতে রাখা অনেকগুলো মোটরসাইকেলের মধ্যে থেকে দুটি চুরি হয়। বিষয়টি আক্কেলপুর থানা পুলিশকে অবগত করা হয়।
তাৎক্ষণিক ফোর্স নিয়ে মামুন নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মামুন মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন।
এই ঘটনায় তার সহযোগী হিসেবে পিয়াস, মো. রাশেদ ও মো. সোহেলের নাম উল্লেখ করেন।
পরে মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে একটি মোটরসাইকেল ও পিয়াসের বাড়ি থেকে আরেকটি উদ্ধার করা হয়।
ওসি মো, আবু ওবায়েদ বলেন, মামুন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনাও তার বিরুদ্ধে মামলা হবে।