৭০ কেজি গাঁজা-মাইক্রোবাসসহ ব্যবসায়ী গ্রেফতার
সংবাদ চলমান ডেস্ক: রাজধানীর মহাখালীতে ৭০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. মুক্তার হোসেন খন্দকার (২৫) ও মো. সোহাগ মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
বুধবার গোয়েন্দা (উত্তর) বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মহরম আলী জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসে করে নিয়ে আসত। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তা বিক্রি করত।
গ্রেফতারকৃত মো. মোক্তার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।