৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই
সংবাদ চলমান ডেস্ক: ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার গভীর রাতে গুলশান মডেল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতরা হলো- মো. খাইরুল বাশার (৩৬) ও মো. সাইজুদ্দিন ওরফে শরীফ (২২)।
গোয়েন্দা-উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীরা ট্রাকযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে প্রগতি সরণী কুড়িলের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারিধারা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।