সংবাদ সারাদেশসারাদেশ

৫০ লাখ টাকার অবৈধ ও নকল মোবাইল জব্দ

সংবাদ চলমান ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৭ যৌথভাবে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার অবৈধ ও নকল মোবাইল জব্দ করেছে। গত সোমবার রাজধানীর উত্তরায় রাজলক্ষী কমপ্লেক্স ও আমীর কমপ্লেক্সে এ অভিযান চালানো হয়।

মোবাইল হ্যান্ডসেট বিক্রয়কারী ১৬টি প্রতিষ্ঠানে এ অভিযানে ১৮৭টি অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট ও ট্যাব, ৪টি নকল স্মার্টওয়াচ, ২৪টি নকল মেমোরি কার্ড এবং ৯টি নকল আইএমইআই স্টিকার জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

জব্দকৃত অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট ও ট্যাব, নকল স্মার্টওয়াচ, নকল মেমোরি কার্ড এবং নকল আইএমইআই স্টিকার সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।

বিটিআরসি’র উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এবং এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের পরিচালক এম. এ. তালেব হোসেনের তত্ত্বাবধানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের উপ-পরিচালক এস. এম. গোলাম সরোয়ারের নেতৃতে এ অভিযান পরিচালিত হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button