সংবাদ সারাদেশসারাদেশ
৪০০ লিটার মদসহ গ্রেফতার এক
সংবাদ চলমান ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৪০০ লিটার চোলাই মদসহ রহমান মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে দৌলতদিয়া বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রহমান মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ওম্বার আলী এলাকার জিনদার মন্ডলের ছেলে।
রাজবাড়ীর সিআইডির ওসি বদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাইপাস সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ৪০০ লিটার চোলাই মদসহ রহমান মন্ডলকে আটক করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।