সংবাদ চলমান ডেস্ক :
আলোচিত নতুন সড়ক পরিবহন আইন আজ থেকে কার্যকর হচ্ছে। আর এ আইনে হেলমেট ছাড়া বাইক চালালে বা লেন ভঙ্গ করলে ১০ হাজার টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।
শুক্রবার থেকে আইনটি কার্যকর করা হবে বলে গত ২২ অক্টোবর ঘোষণা দেয়া হয়। এর আগে, দীর্ঘদিন ধরে আইনটি মন্ত্রণালয়ে কার্যকরের অপেক্ষায় ঝুলে ছিল।
সড়ক পরিবহন আইনে মোট ১৪টি অধ্যায় ও ১২৬টি ধারা রয়েছে। এর শুরুতে বলা আছে ড্রাইভিং লাইসেন্স এর বিষয়। বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আর রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানোর শাস্তি অনধিক ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড রাখা হয়েছে।
নতুন এ আইনে বেপরোয়া গাড়িচালকের কারণে মৃত্যু হলে চালক সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
বিআরটিএ থেকে আইনটি কার্যকর করতে সবার কাছে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার শুরু হয়েছে। এতে বলা হচ্ছে, আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি।