হিলি সীমান্ত থেকে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি : হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোরে ফকিরপাড়ায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার সুবেদার জিল্লুর রহমান জানান, ভারত থেকে গরু মোটাতাজাকরণ ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে একদল চোরাকারবারি দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ভোরে হিলি সীমান্তের ফকিরপাড়ায় অবস্থান নেয়। এসময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর থেকে ৯২ হাজার পিচ ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা। পরে ট্যাবলেটগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি স্থল শুল্কগুদামে জমা দেয়া হয়েছে।