হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের লস্করপুর রেলগেইট এলাকায় পাহাড়িকা ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লস্করপুর রেলগেইট এলাকায় পৌঁছালে মিরপুর থেকে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা রেলগেইট অতিক্রম করে রেললাইনের ওপরে চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। একই সঙ্গে অপর ৪ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, ট্রেনের ধাক্কায় সিএনজির ১ নারী যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তে কাজ চলমান রয়েছে।