সংবাদ সারাদেশসারাদেশ
সুপ্রিম কোর্ট চত্বরে আ’লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
সংবাদ চলমান ডেস্ক:
সু্প্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি চলছে। বাইরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় এ বিক্ষোভ শুরু হয়। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।
এর আগে সকাল সোয়া ১০ টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনের ওপর শুনানি শুরু করেন তার আইনজীবী জয়নুল আবেদীন।