সীমান্তে বিএসএফের গুলিতে তরুণের মৃত্যু
সংবাদ চলমান ডেস্ক:
সিলেটের কানাইঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সালমান আহমদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি কানাইঘাটের সীমান্তবর্তী সোনারখেড় গ্রামর আবুল রহমানের ছেলে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ডোনা সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের গুলিতে সালমান আহমদ নিহত হন। তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালমানসহ কয়েকজন কানাইঘাটের ডোনা সীমান্তের পাতিছড়া দিয়ে বৃহস্পতিবার ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফের গুলিতে ভারতের সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হন সালমান।
তার সহযোগীরা তার গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের ভেতরে নিয়ে আসে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ডোনা ৯ নম্বর গ্রামের মুতাল্লিব মিয়ার বাড়িতে নিয়ে যান।
পুলিশ খবর পেয়ে সালমানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলে ওসি জানিয়েছেন।