সংবাদ সারাদেশ

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, ঝরলো দুইজনের প্রাণ

চলমান ডেস্ক:  সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে বৃদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুইঁয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম ও বাস হেলপার শুকুর আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা ও হেলপারের মৃত্যু হয়। আহত হন প্রায় ১০ বাসযাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button