নওগাঁ

নওগাঁয় ৭৩ জন আত্নসমর্পণকারী চরম পন্থীদের আর্থিক অনুদান বিতরন

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় ৭৩ আত্নসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সাড়ে ৩৬ লাখ ৫০ হাজার নগদ টাকার আর্থিক অনুদান বিতরন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সাইন্স ড্রিল সেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান প্রদান করেন নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, রাজশাহীর এন,এস আই এর যুগ্ম পরিচালক জহির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। আশপাশের কারো খাদ্যের অভাব থাকলে আমাদেরকে জানান প্রয়োজনে আমরা প্রতিটি বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেবো।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের স্বীকৃতি দিয়েছেন। তিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন বলেই পবিত্র রমজান মাসে আপনাদেরকে আর্থিক ভাবে সহায়তা করছেন।

উল্লেখ্য যে, ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় চরমপন্থী থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট উত্তরাঞ্চলের ৫১২ জন চরমপন্থী আত্নসমর্পণ করে। সরকার তখন তাদের প্রত্যেককে এক লাখ টাকা এককালীন সহায়তা প্রদান করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button