সংবাদ সারাদেশসারাদেশ

সাগর পথে আসা ৮ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

সংবাদ চলমান ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে আট লাখ ইয়াবাসহ জামাল উদ্দিন নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব। এ সময় অবস্থান টের পেয়ে এ ইয়াবা চোরাচালানে সম্পৃক্ত অন্যরা ট্রলারযোগে পালিয়ে যান।

রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইনানী পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক জামাল টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

উদ্ধারকৃত ইয়াবা, ছবি: সংগৃহীত

মধ্যরাতে অভিযানের নেতৃত্ব দেওয়া র‍্যাব-১৫ কক্সবাজারের সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগর পথে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে অভিযানে গেলে ট্রলারযোগে কিছু রোহিঙ্গা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে পাশের ঝোপ থেকে আট লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।