সংবাদ সারাদেশসারাদেশ

সচিবালয়ে হর্ন বাজানোয় উপসচিবকে জরিমানা

সংবাদ চলমান ডেস্ক:
সচিবালয় এলাকায় গাড়ির হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদফতরের আওতাধীন সচিবালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এ জরিমানা আদায় করেন।

তিনি বলেন, সচিবালয় এলাকাকে হর্নমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। আজ ওই উপসচিবের গাড়ি হর্ন বাজালে জরিমানা করা হয়। উপসচিব নিজেই গাড়ির ড্রাইভিং করছিলেন।

তবে ওই উপসচিবের নাম প্রকাশ করেননি ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। তিনি বলেন, হর্ন বাজানোয় জনপ্রশাসনের উপসচিবকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

সপ্তাহের শেষ দিনে সচিবালয় এলাকায় হর্ন বাজানোর অপরাধে অনেক গাড়ি আটক করা হয়। তার মধ্যে শব্দদূষণ করায় পরিবেশ আইনে ১৫টি মামলা ও চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ৮ ডিসেম্বর সচিবালয় এলাকাকে ‘নীরব জোন’ হিসেবে ঘোষণা করা হয়। এটি কার্যকর করতে জেল-জরিমানারও বিধান রাখা হয়েছে। এ আইনের শুরুতে একজন উপসচিবই ফেঁসে গেলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button