সংবাদ সারাদেশসারাদেশ

শাহ আমানতে সিগারেট-সোনার বারসহ আটক ৪

সংবাদ চলমান ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদানি নিষিদ্ধ ১০৯৪ কার্টন বিদেশি সিগারেট ও চারটি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় জেদ্দা থেকে আসা চার যাত্রীকে আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ নম্বর ফ্লাইট ঢাকায় আসে। আগেই গোপন সংবাদ ছিল এই ফ্লাইটে চোরাচালান পণ্য আসবে।

এ তথ্যে বিমানবন্দরের আগমনী হলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় শুল্ক গোয়েন্দারা। কঠোর নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে জেদ্দা থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ১০৯৪ কার্টন বিদেশি সিগারেট ও চারটি সোনার বার উদ্ধার করা হয়।

ড. সহিদুল আরো জানান, উদ্ধার করা সিগারেট ও সোনার দাম ৪১ লাখ ৮৮ হাজার টাকা। এসব পণ্য কাস্টমসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button