সংবাদ সারাদেশসারাদেশ
লিবিয়ায় মিলিটারি একাডেমিতে হামলা, নিহত ২৮
সংবাদ চলমান ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি মিলিটারি একাডেমিতে হামলার ঘটনায় কমপক্ষে ২৮ ক্যাডেট নিহত হয়েছেন। রোববার সকালে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে তথ্য দেয়া হয়েছে।
তবে প্রতিবেদনে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জেনারেল খলিফা হাফতারের অনুসারী বিদ্রোহী বাহিনী এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলার ফুটেজে দেখা গেছে, মাটিতে মরদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার জেনারেলের হাফতারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল-হাশেমি বলেছেন, আকাশ থেকে চালানো হামলায় ত্রিপোলির সামরিক বিদ্যালয়ের ২৮ ক্যাডেট ও বেশ কয়েকজন আহত হয়েছেন।