সংবাদ সারাদেশসারাদেশ
র্যাবের অভিযানে রিভলবারসহ আটক ৩
সংবাদ চলমান ডেস্ক: নামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় রিভলবারসহ তিনজনকে আটক করেছে র্যাব। তারা হলেন- মো. ফারুক হোসেন, নবিল হোসেন, মো. সৈয়দ হোসেন।
মঙ্গলবার বিকালে উপজেলার বাংলাবাজার ইউপির রাশিদ আলী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএডি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে ওই অভিযান চালায়। এ সময় মো. সৈয়দ হোসেনের কাছ থেকে একটি কালো রঙের রিভলবার উদ্ধার করা হয়।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাশেম বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের সুনামগঞ্জ আদালতে বুধবার পাঠানো হয়েছে।