সংবাদ সারাদেশসারাদেশ

রিমান্ড শেষে সিলেটের নয় জঙ্গি কারাগারে

সংবাদ চলমান ডেস্ক: পাঁচ দিনের রিমান্ড শেষে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ নয় সদস্যকে ফের কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. জিয়াদুর রহমান তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে রিমান্ড শেষে নয় জঙ্গিকে আদালতে হাজির করে অ্যান্টি টেররিজম ইউনিট।

আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শাহপরাণ থানার জিআরও ছমির চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নয় জঙ্গিকে আদালতে হাজির করার পর তারা তাদের কার্যক্রম সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে তারা তাদের সংগঠনের নাম আদালতকে না জানালেও দলনেতার নাম জানিয়েছে। জবানবন্দি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৯ জানুয়ারি সিলেট নগরের আরামবাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ নয় সদস্যকে আটক করে অ্যান্টি টেররিজম ইউনিট। এরপরদিন অভিযানে আটক নয়জনসহ ১৪ জনের নামে এসএমপির শাহপরাণ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান। ওইদিন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার তাদের আদোলতে হাজির করা হয়।

কারাগারে পাঠানো জঙ্গিরা হলেন, বগুড়া জেলার বড়কুমিড়া গ্রামের আব্দুল মান্নান আকন্দের ছেলে মানিক আকন্দ ওরফে মেহেদী, নোয়াখালী জেলার কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর, সিলেটের জকিগঞ্জের মাননিক পুর গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে রাসেল আহম্মেদ, কুমিল্লা জেলার রাজমঙ্গলপুর গ্রামের আব্দুল আলীর ছেলে আবুল কালাম আজাদ ওরফে কালাম, সিলেটের জকিগঞ্জের খাফনা ঈদগাহ বাজার গ্রামের মুক্তাদির মিয়ার ছেলে কামাল আহম্মেদ, সুনামগঞ্জ জেলার শাহপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তমি উদ্দিন সুমন, রাজশাহী জেলার চেওখালী গ্রামের কায়েম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম, সিলেটের জালালাবাদ থানাধীন হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জুয়েল আহম্মেদ এবং সিলেটের গোলাপগঞ্জের নলুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে স্বপন আহম্মেদ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button