রাফির আর ফেরা হলোনা কলেজে, এ ফেরাই তার শেষ ফেরা
সংবাদ চলমান ডেস্কঃ
হবিগঞ্জের মো. জুবায়ের আহমেদ রাফি ভালো রেজাল্টের আশায় ভর্তি হয়েছিলেন নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতিও নিয়েছিলেন বেশ। কিন্তু করোনা পরিস্থিতিতে পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ায় ফিরে যান হবিগঞ্জের চুনারুঘাটে নিজেদের বাড়িতে। এ ফেরাই তার শেষ ফেরা। আর কোনো দিন তার যাওয়া হবে না কলেজে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রাফি।
হবিগঞ্জের চুনারুঘাটের মিরাশী ইউপির গাবতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাফি ওই ইউপির সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মাস্টারের ছেলে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, করোনার কারণে রাফি বেশ কয়েক মাস ধরে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। সন্ধ্যায় সে তার নিজ বাড়ির সামনে থেকে খড় (বন) আনতে গেলে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।