সংবাদ সারাদেশসারাদেশ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রাজবাড়ীতে রাতে দায়িত্ব পালনকালে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় গুরতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্য মারা গেছেন।

নিহত পুলিশ সদস্যের নাম মো. মিজানুর রহমান। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রামে। তিনি রাজবাড়ী সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

আজ রোববার (১৪ জুলাই) জেলা পুলিশের এক শোক বার্তায় এ তথ্য জানান পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।

শোক বার্তা থেকে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে মিজানুর রহমান মোবাইল ডিউটিতে ছিলেন। ডিউটিকালীন রাত ১২টা ১০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পিচঢালা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান জানান, কনস্টেবল মিজানুরের মরদেহ ঢাকা থেকেই তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে। এ ঘটনায় ইজিবাইকসহ চালককে আটক করা হয়েছে। তার নামে মামলা করা হবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button